অভিনেত্রীদের অনেকেই বিউটি পার্লার খুলেছেন। চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসিও ২০১৮ সালে ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায়। এবার এই নায়িকা ছেলেদের জন্য একটি সেলুন খুলেছেন। নাম ‘দ্য বারবার স্টেশন- মি. কাটস’।
রেসি বলেন, ‘আমার একটা মেয়েদের বিউটি পার্লার আছে। সেখানে ছেলেরা প্রায়ই ফোন দেয়। তাদের অনুরোধ, তাদের জন্য একটা সেলুন করার। ভেবে দেখলাম ব্যাপারটা মন্দ না। তাই ছেলেদের জন্য সেলুন খুলেছি।’
তিনি আরও বলেন, ‘গত রোববার বনশ্রী এলাকাতেই সেলুনটির উদ্বোধন করা হয়। এতে বাচ্চাদের জন্যও আছে মনোরম পরিবেশ। আশা করছি, ব্যাপক সাড়া পাবো।’
জানা গেছে, গত রোবাবার সন্ধ্যায় ‘দ্য বারবার স্টেশন- মি. কাটস’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নিপুণসহ অনেকেই। রেসির এই সেলুনে কাজ করছেন ঢাকার অভিজাত হোটেলের হেয়ার স্পেশালিস্টরা।